যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেনীতে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (০২ মার্চ) দিনগত রাতে দাগনভূইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল ফয়সল জানান, ফেনী জেলার দাগনভূইয়া উপজেলায় সোমবার (০২ মার্চ) সকালে সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এসআরজে
Advertisement