এবার ‘মুসাফির’ হচ্ছেন আরেফিন শুভ। বিয়ের পর `মুসাফির` দিয়েই বড় পর্দায় আবার দেখা যাবে তাকে। আশিকুর রহমানের নতুন এই ছবিতে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একইসঙ্গে, এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী মারজান জেনিফারের। ছবিটি প্রসঙ্গে পরিচালক আশিকুর জানান, ‘আমাদের চলচ্চিত্রের পরনো চেহারা পাল্টে দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করছি এ ছবিটি। সবকিছুর মধ্যেই পরিবর্তন এনেছি। গল্পটা অ্যাকশন থ্রিলার, তবে অনেক মজার। ছবিতে দর্শকরা এক ভিন্ন স্বাদ পাবেন’।
Advertisement
জেনিফারকে নিয়েও আশাবাদী পরিচালক। ‘জেনিফার অভিনয়ে দক্ষ। আরেফিন শুভ’র মতো নায়কের সঙ্গে অভিনয় করতে একজন নায়িকার যা থাকা প্রয়োজন তার মধ্যে সবকিছুই আছে। আমার বিশ্বাস জেনিফার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দূর পর্যন্ত যাবে’।
‘মুসাফির’ এর চিত্রনাট্য এবং কাহিনী লিখেছেন আশিকুর রহমান নিজেই। ছবিটির দৃশ্যধারণের কাজ এই মাসেই শুরু হবে।এসআরজে
Advertisement