বিনোদন

নির্বাচন ঘিরে জমজমাট রাতের এফডিসি

কিছুদিন আগেও রাতের বেলা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নির্মাতা-শিল্পীদের আনাগোনা দেখা যেত না। অথচ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে পরিচালক ও শিল্পীদের পদচারণায় সরগম এফডিসি। চলতি মাস (ডিসেম্বর) শেষে চলচ্চিত্র পরিচালক সমিতির এবং আগামী ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।রোববার রাতে সরেজমিনে ঘুরে দেখা গেছে, এফডিসির ক্যান্টিন ও এর সংলগ্ন চত্বর, পরিচালক সমিতির অফিস, ৮ নম্বর ফ্লোরের বারান্দা সবখানেই শিল্পী-নির্মাতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্যান্টিন সংলগ্ন চত্বরে বসে গোলটেবিল বৈঠক করছেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, গাজী মাহবুব, সায়মন তারিক, ফাইট ডিরেক্টর চুন্নু প্রমুখ।এছাড়া পাশেই গল্প আর নির্বাচনের আলাপে মেতে ছিলেন চিত্রনায়ক জায়েক খান ও তার সমর্থকরা। ক্যান্টিনের ভেতরেও নির্বাচনী আর চায়ের চুমুকে গল্প ও ছবির আলাপ করছেন বেশ কয়েকজন সহকারী নির্মাতা ও শিল্পী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন নির্মাতা-শিল্পীর আগমন দেখা গেছে। এফডিসির ফ্লোর ইনচার্জ মোকাম্মেল বাবু জাগো নিউজকে বলেন, অনেকদিন পর আবারও সন্ধ্যার পর এফডিসি সকলের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। এই চিত্র দেখা যাচ্ছে চলতি মাসের (ডিসেম্বর) শুরু থেকে। তবে পুরো এফিডিসির সবগুলো ফ্লোর ঘুরে কোনো শুটিং চোখে পড়েনি। শুধুমাত্র ৪ নম্বর ফ্লোরে একটি চ্যানেলের আয়োজনে সেট নির্মাণের প্রস্তুতি চলছিল।এনই/আরএস/পিআর

Advertisement