বিনোদন

যৌথ প্রযোজনার `শঙ্খচিল`-এ প্রসেনজিৎ, কুসুম শিকদার

‘পদ্মা নদীর মাঝি’ আর ‘মনের মানুষ’-এর পর যৌথ প্রযোজনার তৃতীয় ছবিটি নিয়ে মাঠে নামছেন গৌতম ঘোষ। ‘শঙ্খচিল’ নামের এই ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে মঙ্গলবার। সোমবার কলকাতার একটি হোটেলে সাংবাদিকদের একথা জানান চলচ্চিত্রটির পরিচালক গৌতম ঘোষ। বাংলাদেশের কুসুম শিকদার ও ভারতের প্রসেনজিৎ অভিনীত চলচ্চিত্রটি প্রযোজনা করছে আর্শিবাদ চলচ্চিত্র, ইমপ্রেস টেলিফিল্ম এবং আইডিয়াস। এসময় উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক হাবিবুর রহমান খান। মঙ্গলবার পশ্চিমবঙ্গের টাকিতে চলচ্চিত্রের প্রথম পর্যায়ের শ্যুটিং শুরু হবে বলে জানান পরিচালক গৌতম ঘোষ। পরবর্তী পর্যায়ের শ্যুটিং হবে খুলনা, সাতক্ষীরাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়।এসআরজে

Advertisement