খেলাধুলা

‘কঠোর পরিশ্রম করেই ফিরবে সৌম্য’

১২ ম্যাচে ১২.২৭ গড়ে মাত্র ১৩৫ রান! এ পরিসংখ্যান অনেকটাই বেমানান সৌম্য সরকারের নামের পাশে। এক ম্যাচেই এ রান করার ক্ষমতা রাখেন এ ওপেনার। চলতি বছরের ফর্মহীনতার রেশ ধরে রেখে পুরো বিপিএলেই ছিলেন ম্লান। তবে আবার জ্বলে উঠবেন সৌম্য এমনটাই আশা করেন রংপুর রাইডার্সের কোচ জাভেদ ওমর বেলিমের। অনুশীলনে খুব কাছে থেকে সৌম্যকে দেখেছেন তিনি। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কারণেই আবার ফিরে আসবেন বলে প্রত্যয় প্রকাশ করেন কোচ।রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভেদ বলেন, ‘ও (সৌম্য) যে ধরনের মেধাবী খেলোয়াড় পাশাপাশি ও কঠোর পরিশ্রম করে। ফিরে আসার জন্য ও ওর সেরা চেষ্টাটাই করছে। অন্য খেলোয়াড় হলে বন্ধ করে দিত, তিন-চার দিন ব্যাটিংই করতো না। ওর ভিতরে এটা নাই। ওর মনোভাব ফিরে আসার প্রসেসগুলো ঠিক রাখি। যে প্রসেসে ও যাচ্ছে আরেকটু কোয়ালিটি প্রসেস করলে ও ফিরে আসবে ইনশাল্লাহ।’এবারের আসরে একাধিক ম্যাচ ভালো শুরু করার পরেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য। এ জন্য টি-টোয়েন্টি সংস্করণকেও দায় দিচ্ছেন জাভেদ। তার মতে, এ সংস্করণে চিন্তা করার জন্য সময় খুব কম পাওয়া যায়। পাশাপাশি সবসময়ই রান করার তাড়া থাকে। তাই একজন খেলোয়াড় বল যাচাই করার সুযোগ পায় না বলেই মনে করেন জাভেদ।‘ও যেভাবে ব্যাটিং করেছে শুধু আজকে না আমি কাছে থেকে দেখেছি ২৩ বা ২৬ আরেকটা ২৩ করেছিল। ওর ব্যাটিংটা এতো সাবলীল ছিল এই বুঝি হবে হবে। এই সংস্করণটা এমন আপনার ঝালাই করার সুযোগ অনেক কম আসে। এটা যদি ৫০ ওভারের ম্যাচ হত আমি আশা করি ও ফিরে আসতে পারতো। এ জন্যই হয়নি।’উল্লেখ্য, এবারের আসরে শুরুতে দারুণ ক্রিকেট খেলেছিল রংপুর। তবে শেষ দিকে সে ধারা ধরে না রাখতে পারায় শঙ্কায় পড়েছে শেষ চার। দলের মূল খেলোয়াড় সৌম্য সরকার রান করতে ব্যর্থ হওয়ায় দলকে সংগ্রাম করতে হয়েছে বলে মনে করেন জাভেদ।আরটি/এনইউ/আরআইপি

Advertisement