সাহিত্য

বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ (৪ ডিসেম্বর)। ১৯৮৫ সালের এইদিনে তিনি ভারতে পরলোক গমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। গুণী এই শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সংগীতের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। মতান্তরে মেট্রিক (এসএসসি) পর্যন্ত।বিজয় সরকারের দুই স্ত্রী-বীণাপানি ও প্রমোদা অধিকারী। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। বিজয় সরকার তার জীবদ্দশায় প্রায় ১৮০০ গান লিখেছেন এবং সুর করেছেন।বিজয় সরকার গেয়েছেন- ‘যেমন আছে এই পৃথিবী/তেমনই ঠিক রবে/সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।’ এছাড়া ‘নবী নামের নৌকা গড়/আল্লাহ নামের পাল খাটাও/বিসমিল্লাহ বলিয়া মোমিন/কূলের তরী খুলে দাও’ কিংবা ‘আল্লাহ রসূল বল মোমিন/আল্লাহ রসূল বল/এবার দূরে ফেলে মায়ার বোঝা/সোজা পথে চল।’ আরো গেয়েছেন- ‘পোষা পাখি উড়ে যাবে সজনী/ওরে একদিন ভাবি নাই মনে/সে আমারে ভুলবে কেমনে।’তাঁর মৃত্যুবাার্ষিকী উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এসইউ/আরআইপি

Advertisement