জাতীয়

গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, ৩ ব্যবসায়ী আহত

রাজধানী গুলিস্তানের জিপিও এলাকায় ককটেল বিস্ফোরণে ৩ ফুটপাত ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত জাকির হোসেন নামে একজন আহত ব্যবসায়ী বলেন, সোমবার সন্ধ্যার দিকে তারা ফুটপাতে নিজ দোকানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে কয়েকটি ককটেল বিস্ফোরতি হলে স্প্লিন্টার এসে পায়ে লাগে। তার সঙ্গে আরো দু`জন আহত হয়েছেন বলেও জানান জাকির।পল্টন থানার ওসি মোরশেদুল ইসলাম জানান, হঠাৎ করে তিনটি ককটেল বিস্ফোরিত হলে ৩ জন সামান্য আহত হওয়ার খবর পেয়েছি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে ওসি বলেন, নাশকতাকারীদের ধরতে পল্টন থানা এলাকায় অভিযান অব্যাহত আছে।জেইউ/আরএস/পিআর

Advertisement