জাতীয়

‘ফিরে এসে দেখি সব শেষ’

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ৯ মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ২টা ৪৯ মিনিটে কড়াইল বস্তির বউবাজারে ধোঁয়ার কুণ্ডলি ছড়াতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা সুমি বলেন, ‘সকালে স্মার্টকার্ড আনার জন্য বানানী গিয়েছিলাম। সেখান থেকে খবর পেয়েছি ঘরে আগুন লেগেছে। ফিরে এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। বস্তিতে আমার ১০টি ঘর ছিল।’ তিনি বলেন, বউবাজারে লেপের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ মোধক বলেন, বেলা ২টা ৪৯ মিনিটে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরো ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষয়ক্ষতির মাত্রা বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ওই কর্মকর্তা। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৪ মার্চ ঢাকার অন্যতম বৃহৎ এই বস্তিতে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়।জেইউ/জেএইচ/পিআর

Advertisement