সাহিত্য

হাবীবাহ্ নাসরীনের কবিতা

মানুষ তুমি আকাশ হয়োএকলা লাগে রাত, একলা লাগে ভোরএকলা লাগে সকাল-সন্ধ্যা, একলা দ্বি-প্রহরএকলা আমার ঘুম এবং একলা জেগে থাকাএকলা মাথার বালিশ আমার, একলা হাতের পাখাএকলা আমার কপোলে তিল, একলা নাকের ফুলমন খারাপের মেলার ভিড়ে একলা কিছু ভুলএকলা কিছু অচেনা গান, একলা কিছু কথাহাজার কোলাহলের শেষে একলা নীরবতাএকলা আমার হলদেটে খাম, একলা শাদা চিঠিএকলা ছন্দ, একলা দ্বন্দ্ব, একলা খিটিমিটিএকলা আকাশ একলা পাখি একলা পাখির পালকসেই পাখিটির ঘর খুঁজেছে একলা অবুঝ বালকএকলা আমি একলা তুমি একলা বুঝি সেওফেরার পথে যে যার মতো একলা হেঁটে যেয়োএকলা এমন বিকেল শেষে একলা এলে রাতমানুষ তুমি আকাশ হয়ো, হয়ো সবুজ চাঁদনীলচে আলোয় পুড়িয়ে দিয়ো একলা বুকের ক্ষতমানুষ তুমি জোছনা হয়ো জোনাক পোকার মতো।এসইউ/এনএইচ/আরআইপি

Advertisement