খেলাধুলা

কেউ জিতলো না এল ক্ল্যাসিকোয়

ন্যু ক্যাম্পে গিয়ে জিততে পারলো না রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার কাছে হারেওনি। শেষ মুহূর্তে অধিনায়ক সার্জিও রামোসের গোলে বারুদে ঠাসা এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। লড়াইটা আবার বার্সেলোনার মাঠে। গত কয়েক ম্যাচে পয়েন্ট হারানোর কারণে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে পূর্ণ পয়েন্টই আশা করেছিল বার্সা সমর্থকরা। লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গিয়েও পারলো না বার্সেলোনা। শেষ মুহূর্তে গোল করে বার্সার সেই স্বপ্ন ভেঙে দিল সার্জিও রামোস। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রাখল রিয়াল।একই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইলো জিনেদিন জিদানের দল। গত এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।এল ক্ল্যাসিকোর প্রথমার্ধটা ছিল গোলশূন্য। কেউ কারও জালে বল জড়াতে পারেনি। যদিও বার্সার আধিপত্য ছিল বেশি। আক্রমণের ধারও ছিল বার্সার বেশি; কিন্তু মেসি-সুয়ারেজ-নেইমাররা পায়নি রিয়ালের পোস্টের তালা খুলতে।১৮ মিনিটেই লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস। ৩২তম মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ প্রথম কোনো গোলের সুযোগ তৈরি করতে সক্ষম হয়। এ সময় মার্সেলোর দুর্দান্ত পাস থেকে বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করেছিলেন রোনালদো; কিন্তু বলেই পা লাগাতে ব্যর্থ হন তিনি।৫ মিনিট পর আবারও সুযোগ পেয়েছিলেন রোনালদো; কিন্তু তার শট বার্সেলোনার গোলরক্ষক অ্যান্ডার টের স্টেগানকে পরাস্ত করতে পারেনি। এর একটু পর আবারো সুযোগ পেয়েছিলেন রোনালদো। দুর্দান্ত ড্রিবলিংয়ে কাটিয়েছেন মাচেরানোকে; কিন্তু শেষ মুহূর্তে দুর্বল শট স্টেগানের হাতে লেগে বাইরে চলে যায়।প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আরও একবার সুযোগ পেয়েছিল রিয়াল। কর্নার কিক থেকে ভেসে আসা বলে রাফায়েল ভারানের হেড সোজা স্টেগানের কাছে গেলে গোল থেকে বঞ্চিত হয় রিয়াল।বিরতির পর গোলের তালা ভাঙতে খুব বেশি সময় নেয়নি বার্সা। খেলার ৫৩তম মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে রিয়ালের জালে বল জড়িয়ে দেন লুইস সুয়ারেজ। এর একটু পরই মাঠে নামেন ইনিয়েস্তা। অক্টোবরের পর এই প্রথম মাঠে নামলেন তিনি। ইনিয়েস্তা নামার পরই আরো একবার সুযোগ পেয়েছিল বার্সা লিড বাড়ানোর। ৬৮ মিনিটে  নেইমার একজনকে কাটিয়ে দারুণ এক শট নেন। যা বারের ওপর দিয়ে চলে যায়।এভাবেই বার্সেলোনা নিজেদের আক্রমণের ধার বাড়িয়ে যেতে থাকে রিয়ালের রক্ষণভাগে। ৮১তম মিনিটে গিয়ে মেসি একটি সুযোগ পান; কিন্তু পারলেন না তিনি গোল করতে। খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে রিয়ালকে সমতায় ফেরানোর সুযোগ পান রোনালদো; কিন্তু দারুণ হেড করার সুযোগ নষ্ট করেন তিনি। এর একটু পরই রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। লুকা মডরিচের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে স্টেগানকে পরাস্ত করেন রামোস।আইএইচএস/জেডএ

Advertisement