বিশ্বকাপের সময়সূচী নিয়ে এতোদিন কোনো কথা না বললেও এবার মুখ খুললেন মাশরাফি। অস্ট্রেলিয়ায় অবস্থানরত সাংবাদিকদের সাথে গল্পের ছলে কথা বলতে গিয়ে ‘এটা কেমন ফিকশ্চার, এই ম্যাচ খেলে চলে যেতে হবে অস্ট্রেলিয়ায়, সেখান থেকে আবার নিউজিল্যান্ডে আসতে হবে। এভাবে কি পারা যায়!’ এভাবেই নিজের অসন্তোষের কথা প্রকাশ করলেন টাইগার এই অধিনায়ক। আগামি বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের সাথে ম্যাচ খেলে যেতে হবে অস্ট্রেলিয়ার এ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ফিরে আসতে হবে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে, স্বাগতিকদের বিপক্ষে খেলার জন্য। অস্ট্রেলিয়ার সামার আবহাওয়ার সঙ্গে এখন মিল নেই নিউজিল্যান্ডের। এক কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে অন্য কন্ডিশনের সঙ্গে হাতে গোনা কয়েকদিনে মানিয়ে নেয়া কষ্টকর। বিশ্বকাপে বাংলাদেশের পচা শামুকে পা কাটার অতীত আছে। তবে স্কটল্যান্ডকে নিয়ে সেই ভয়ের কোন কারণ নেই উল্লেখ করে মাশরাফি বলেন, আমাদের সাথে ওরা পাত্তাই পাবে না। স্কটিশ ক্রিকেটারদের খেলার ধরন সম্পর্কে ধারণা নিতে আজ-কালকের মধ্যে বসবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন মাশরাফি। এমআর/এমএস
Advertisement