আন্তর্জাতিক

১৯ খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস

উত্তর-পূর্ব সিরিয়ায় অপহৃত ১৯ আশারীয় খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এক আশারীয় কমান্ডারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে ওই ১৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া সবাইকে তালঘোরান গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল।২৩ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ১২টি গ্রাম থেকে মোট ২২০ জনকে অপহরণ করে আইএস সদস্যরা। অপহৃতদের মধ্যে এই ১৯ জনও ছিলেন। খ্রিস্টানদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী। রোববার হাসাকেহ শহরের ভার্জিন মেরি চার্চে পৌঁছেছেন মুক্তিপ্রাপ্তরা। আশারীয় হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, শরীয়া আদালতের নির্দেশে জিজিয়া করের বিনিময়ে ওই অপহৃতদের মুক্তি দেওয়া হয়। বিএ/এমএস

Advertisement