তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে বিজয় বাংলা

গুগলের প্লেস্টোরে অ্যান্ড্রয়েডের তিনটি অ্যাপ্লিকেশন ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে বিজয়। অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে বিজয় কিবোর্ড, বর্ণমালা ও আলফাবেট। ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ডাউনলোডের জন্য বিজয় কিবোর্ড গুগলের প্লেস্টোরে আপলোডের পর ২২ ফেব্রুয়ারি তা আপডেট করা হয়। এটির সাহায্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিজয় কিবোর্ড অনুসরণ করে ইউনিকোড পদ্ধতিতে বাংলা লেখা যাবে। এটি হচ্ছে ডেস্কটপ পিসির বিজয় কিবোর্ড লেআউট অনুসারে বাংলা লেখার একক অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও অ্যান্ড্রয়েডে একই বিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করা সম্ভব হবে। ২৭ ফেব্রুয়ারি গুগলের প্লেস্টোরে ‘বিজয় বর্ণমালা’ ও ‘বিজয় আলফাবেট’ নামক আরো দুটি অ্যাপ ব্যবহারের জন্য ফ্রি ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিজয় বর্ণমালা শিশুদের বাংলা বর্ণমালা এবং বিজয় আলফাবেট শিশুদের ইংরেজি বর্ণমালা শেখার জন্য তৈরি করা হয়েছে। চলতি মাসে প্লেস্টোরে শিশুদের জন্য আরো কিছু অ্যাপ আপলোড করা হবে। সেই সঙ্গে বিজয় অ্যান্ড্রয়েডের আরো আপডেট করা হবে।এআরএস/এমএস

Advertisement