দেশজুড়ে

পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় ও বাসে আগুন

পঞ্চগড়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে দুইটি যাত্রীবাহী বাস। সোমবার ভোর ৪টায় শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা বাস দুটিতে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সাথে সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সাইম স্বপ্নিল ও জয় স্বাক্ষর নামে দু`টি বাস পার্কিং করা ছিল। সোমবার ভোরে বাস দু`টিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় তারা। নাশকতাকারীরা মোটরবাইকে পালানোর চেষ্টা করলে টহলরত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। এরপর টুনিরহাট বাজারে কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শহরে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, জেলায় কোনো নাশকতার ঘটনা ছিল না। থেমে থাকা বাসে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। আতঙ্ক থাকলেও জেলার সব রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে। সদর থানার ওসি (তদন্ত) মহসিউল গণি বলেন, দুর্বৃত্তরা ভোরে যাত্রীবাহী বাস এবং আওয়ামী লীগের দুই কার্যালয়ে আগুন দেয়। ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।বিএ/এমএস

Advertisement