বাবা নিজেও লেখক ছিলেন। আর তাঁর ইচ্ছা ছিল ছেলেও নামকরা লেখক হবে। তাই বাবার ইচ্ছা পূরণ করতেই অপূর্ব কাগজ-কলম হাতে নেন। খুব কম সময়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে লেখক অপূর্বের নাম। যদিও পরবর্তীতে জানা যায়, লেখাগুলো তার নিজের নয়। লেখাগুলো তাঁর স্ত্রী চারুর। মূলত চারুই খুব ভালো লিখতেন। ভালোবাসার বেড়াজালে ফেলে অপূর্ব তাকে বিবাহ করে। চারুর লেখাগুলো পত্রিকায় পাঠাতে বললে চারুর নামের জায়গায় নিজের নাম বসিয়ে তা পাঠাতেন। অল্পদিনে খ্যাতি আসে অপূবের্র। চারুকে অনেকটা গৃহবন্দি করে রাখে অপূর্ব। এ ঘটনা কিন্তু অপূর্বের বাস্তব জীবনের নয়। ‘শব্দের শরীর’ নামক একটি নাটকে টগর নামের একটি চরিত্রে দেখা যাবে তাকে। আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। অপূর্ব ছাড়া এ নাটকে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, রাহাদ খান, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস এম কাশেমসহ আরও অনেক। নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘দীপু ভাই আমার দীর্ঘদিনের পরিচিত। এরআগেও আমি তার অনেকগুলো কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। নাটকের গল্পটা অসাধারণ। বিশেষ করে আমার চরিত্রটা অন্যরকম। অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশাকরি দর্শকরা একটু ভিন্নতা পাবে।’ পরিচালক দীপু হাজরা বলেন, ‘আমি প্রায়ই চেষ্টা করি গল্পটা যাতে একটু ডিফারেন্ট হয়। সবাই বেশ ভালো অভিনয় করেছেন। মনে হয় কাজটি ভালোই হয়েছে। খুব শিগগিরই নাটকটি একটি বেরসকারি চ্যানেলে প্রচারের কথা রয়েছ। এনই/এসইউ/
Advertisement