পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা কোম্পানি এরিকসন। গত শুক্রবার সুইডিশ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স।এরিকসন জানায়, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে (আইটিসি) তারা একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে পেটেন্ট লঙ্ঘনের কারণে অ্যাপলের পণ্য বর্জনের নির্দেশ দেয়ার অনুরোধ করা হয়েছে। অ্যাপল প্রতিষ্ঠানটির টুজি ও ফোরজি বা এলটিই সমমানের নেটওয়ার্ক প্রযুক্তি অনুমতি ছাড়াই তাদের পণ্যে ব্যবহার করছে।এদিকে টেক্সাসের আদালতে অ্যাপলের বিরুদ্ধে দ্বিতীয় একটি মামলা করেছে এরিকসন। পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে ওই মামলায় ক্ষতিপূরণের পাশাপাশি অ্যাপল পণ্য বর্জনের নির্দেশ চাওয়া হয়েছে। সম্প্রতি আরেকটি পেটেন্ট লঙ্ঘন মামলায় ৫৩ কোটি ২৯ লাখ ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে টেক্সাসের একটি আদালত। অ্যাপলের মিউজিক সেবা আইটিউনসে তিনটি পেটেন্ট লঙ্ঘনের এ অভিযোগ তোলে পেটেন্ট লাইসেন্সিং প্রতিষ্ঠান স্মার্টফ্ল্যাশ এলএলসি।এআরএস/এমএস
Advertisement