আন্তর্জাতিক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা : ৩১ মিলিয়ন ডলার চুরি

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলা চালিয়ে ৩১ মিলিয়ন ডলার চুরি করা হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সাইবার হামলার  মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির সর্বশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাকাররা ৫ বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা করেছিল। তারা পুরো টাকা চুরি করতে না পারলেও ২ বিলিয়নের বেশি অর্থ চুরি করতে সক্ষম হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাকাররা ভুয়া মক্কেলের পরিচয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুঁলেছিলেন। তবে হ্যাকারদের সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে গত ফ্রেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ৮শ’ কোটি টাকা চুরি করে হ্যাকাররা। ওই অর্থও হ্যাকিংয়ের মাধ্যমেই চুরি করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যেকোনো সময় সাইবার হামলার শিকার হচ্ছে।টিটিএন/এমএস

Advertisement