খেলাধুলা

সৌম্য-আফ্রিদির মুখোমুখি মুশফিক

শেষ দিকে এসে জমে উঠেছে বিপিএলের শেষ চারের লড়াই। প্রথম তিন দল হিসেবে ঢাকা, চিটাগাং, খুলনা জায়গা করে নিলেও চতুর্থ দল হিসেবে সম্ভাবনা টিকিয়ে রেখেছে আরও তিন দল। চতুর্থ দল হেসেবে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে আজ দুপুরের সৌম্য-আফ্রিদির রংপুরের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বরিশাল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়। চতুর্থ স্থানে থাকা রাজশাহীকে ছাড়িয়ে যেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিদি-সৌম্যদের। তার উপর দলের ইনফর্ম ওপেনার মোহাম্মাদ শেহজাদ নিষিদ্ধ হওয়ায় টপ অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হবে রংপুরকে। তবে রংপুরের জন্যে সুবিধা হলো বাকি থাকা ২ ম্যাচ জিতে নিলে প্লে অফে জায়গা নিশ্চিত। সৌম্য, নাসির জামশেদ, আফ্রিদি, নাইম ইসলাম, মিথুনের ব্যাট ঝলসে উঠলে যেকোনো বোলিং আক্রমণই গুড়িয়ে যাবে, বোলিংয়ে আফ্রিদি, আরাফাত সানি, সোহাগ গাজী, রুবেল আছেন দারুণ ছন্দে। এদিকে ম্যালান, মুশফিক, শাহরিয়ার নাফীস ফর্মে আছেন, শেষ কয়েক ম্যাচে শাহরিয়ার কিছুটা নিষ্প্রভ ছিলেন, জেগে উঠতে পারেন এই ম্যাচ দিয়েই। নাদিফ, শুভ, মুনাবীরাও আছেন ব্যাটে ঝড় তুলতে। তাইজুল, আল-আমিন, মনির হোসেন কে নিয়ে সাজানো বোলিং আক্রমণের ধার আছে। বরিশালের অনুপ্রেরণা হতে পারে টানা ছয় ম্যাচ পর শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয়। তবে এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।এমআর/এমএস

Advertisement