প্রবাস

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির ২০ বছর করে জেল

মালয়েশিয়ায় ২৪ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ইতিহাসে এটিই সর্বোচ্চ সাজা।এছাড়া একই ঘটনায় মালয়েশিয়ার চার নাগরিককে প্রায় পাঁচ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তদের নাম-পরিচয় জানানো হয়নি। গত বুধবার সেপাং সেশন কোর্ট এ রায় দেন। খবর দ্য সান ডেইলিমালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি এক বিবৃতিতে জানান, মালয়েশিয়ার ইমিগ্রেশনের ইতিহাসে এ সর্বোচ্চ সাজার রায় এটি।অভিবাসন আইন এবং ফৌজদারি দণ্ডবিধির আওতায় বাংলাদেশি দুজনের বিরুদ্ধে ২৪ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার দায়ে এ সাজা প্রদান করা হয়।বিএ/এমএস

Advertisement