খেলাধুলা

ছক্কা নিয়ে মজায় মাশরাফি-মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার বল হাতে ঝড় তোলার পর ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মেরেছেন দুটি বিশাল ছক্কা। তবে দুটি ছক্কার বেশি ছয় মারতে মাশরাফিকে না করে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন খুলনা ও কুমিল্লার অধিনায়ক দুজনই।

Advertisement

 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে জিজ্ঞাসা করা হয় ছক্কা মারার পর কী বলেন মাশরাফি। উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে সব কৃতিত্ব মাশরাফি ভাইয়ের। তিনি দারুণ খেলেছেন। তিনি অনুশীলনে আমাকে এর চেয়ে অনেক বেশি মারেন। আজকে বলেছিলাম বেশি মেরো না।’

 

এ সময় হাসতে হাসতে মাশরাফি বলেন, ‘ও যতটুকু বলেছে আমি ততটুকুই মেরেছি। আমাকে বলেছিল আমি যেন দুইটার বেশি ছয় না মারি।’

 

এরপর আবার মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু করতে পারেনি। দুটি বলই তার শক্তিশালী জায়গায় করে ফেলেছি। তারপরও উনি ভালো সামর্থ দেখিয়েছেন।’

Advertisement

 

এদিন মাহমুদউল্লাহর বলে দুটি ছক্কার পর বিনি হাওয়ালের বলেও একটি ছক্কা মেরেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত ১১ বলে ২০ রান করার পর হাওয়ালের বলেই আউট হন তিনি।

 

আরটি/আইএইচএস/জেডএ