অনেক হাসি-ঠাট্টা হয়েছে। আর নয়- এল ক্লাসিকোর আগে লুইস এনরিকের যুদ্ধের হুঙ্কার। লুইস এনরিকে সাধারণত খুব ঠান্ডা মাথার কোচ। টাচলাইনের ধারেও কোনও দিন হাত পা ছুড়ে তাকে সেলিব্রেট করতে দেখা যায় না। কোনও দিন ফুটবলারদের উপর চিৎকারও করেন না; কিন্তু লা লিগায় বার্সার খারাপ ফর্ম সেই আপাত ভদ্রলোককেও করে তুলেছে রগচটা। যার ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে গেছে।রিয়াল সোসিয়েদাদের সঙ্গে নিষ্প্রাণ ড্রয়ের পর দলকে তুলোধোনা করেছিলেন প্রকাশ্যে। ক্ল্যাসিকোর আগে এবার মেসিদের সঙ্গে ‘ক্রাইসিস মিটিং’ সারলেন স্প্যানিশ কোচ। স্প্যানিশ প্রচারমাধ্যমগুলোর মতে, অনুশীলন শুরুর আগে দলের সঙ্গে বৈঠক সারেন এনরিকে। মেসিদের পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ‘অনেক ঠাট্টা-ইয়ার্কি হয়েছে। এবার ক্লাসিকোয় জিততে হবে। সোসিয়েদাদের বিরুদ্ধে ড্র করা উচিত হয়নি। আমাদের কাটিয়ে উঠতে হবে এই সময়।’যদিও বার্সা ট্রেনিংয়ে ফুরফুরে মেজাজে দেখা গেছে তারকাদের। নেইমার ট্রেনিংয়ে দেরি করে আসায় শাস্তি হিসেবে পিকে তার পিছনে লাথি মারেন। মওসুমের শুরুতে একটার পর একটা জয় তুললেও হঠাৎ করেই ফর্ম হারিয়ে বসেছে বার্সা। আবার এমন এক মোক্ষম সময়ে যখন প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালকে থামানোই যাচ্ছে না। বলে বলে ম্যাচ জিতছে রোনালদোরা। তাই ট্রেনিংয়ে আক্রমণের ওপরই জোর দিচ্ছেন এনরিকে। গত কয়েক ম্যাচে বেশি গোল না হওয়ায় চিন্তিত কোচ। পিকে বললেন, ‘ক্লাসিকোয় আসল বার্সাকে দেখা যাবে।’রিয়াল শিবিরের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবার ব্যস্ত ছিলেন তার নতুন সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিলেন রোনালদোর পিছনে খরচ করা প্রতিটা টাকা সার্থক। ‘ক্রিশ্চিয়ানো খুব স্পেশ্যাল একজন ফুটবলার। ওর পরিসংখ্যান দারুণ। আমরা খুব খুশি ওকে নিয়ে। ওর সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করেছি। আর তাতে আমরা সন্তুষ্ট,’ বলছেন পেরেজ। রোনালদো ছাড়াও এল ক্লাসিকোর আর এক প্রধান চরিত্র থাকবেন ডাগআউটে। তিনি- জিনেদিন জিদান। দলের কোচকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ পেরেজ বলছেন, ‘জিদান ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছিল। ওকে কোচ হিসেবে বাছা খুব সহজ একটা সিদ্ধান্ত ছিল। নিশ্চিত ছিলাম ও দারুণ কাজ করবে।’ ক্ল্যাসিকোর আগে কার কী অবস্থাবার্সেলোনা• চোটের তালিকায় : জেরেমি ম্যাথিউ (পেশিতে)• লা লিগায় ফর্ম : ২৭ পয়েন্ট নিয়ে দুই’নম্বরে• জয় ৮ ড্র ৩ হার ২• গোল করেছে ৩৩ গোল খেয়েছে ১৪• শেষ পাঁচ ম্যাচ জয়-জয়-জয়-ড্র-ড্র।• সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (৯ গোল)রিয়াল মাদ্রিদ• চোটের তালিকায় : টনি ক্রুজ (পায়ের বুড়ো আঙুল), আলভারো মোরাতা (হ্যামস্ট্রিং), গ্যারেথ বেল (ভাঙা গোড়ালি)• লা লিগায় ফর্ম ৩৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে• জয় ১০ ড্র ৩ হার ০• গোল করেছে ৩৬• গোল খেয়েছে ১১• শেষ পাঁচ ম্যাচ জয়, জয়, জয়, জয়, জয়।• সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০ গোল)আইএইচএস/এমএস
Advertisement