বিনোদন

নটী বিনোদিনী শ্রীলেখা

মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করছেন শ্রীলেখা। দর্শকের আসনে এক সৌম্যদর্শন পুরুষ, পরমব্রত। চোখে তার ঘোর লাগা দৃষ্টি। দৃশ্যটি সুমন ঘোষের ড্রিম প্রজেক্ট ‘কাদম্বরি’ ছবির। ছবিতে শ্রীলেখা অভিনয় করছেন নটী বিনোদিনী চরিত্রে, যাঁর সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছেলে জ্যোতিরিন্দ্রনাথের প্রণয়ের সম্পর্ক ছিল বলে শোনা যায়। কাদম্বরি জ্যোতিরিন্দ্রনাথের ঘরের বউ, তরুণ রবীন্দ্রনাথের সমবয়সী বউঠান। নাম ভূমিকায় অভিনয় করছেন কঙ্কনা সেন শর্মা। আর জ্যোতি চরিত্রে কৌশিক সেন। পরমব্রত করছেন তরুণ রবি ঠাকুরের চরিত্রটি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে, অর্থাভাবে একবার কাজ বন্ধ হয়েও, আবার শুরু হয়েছে ‘কাদম্বরি’র শ্যুটিং।এসআরজে

Advertisement