জাতীয়

চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, দরিদ্র মানুষেরা শুধুমাত্র টাকার অভাবে যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বা অবহেলিত না হয়, এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আবদুল হামিদ ক্যান্সার, হৃদরোগ, এইডস-এর মতো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ, জীবনহানিকর ব্যাধি প্রতিরোধের ব্যাপারে জনগণকে সচেতন করে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি নিরাময়যোগ্য রোগ নিরাময়ে স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য সচেতনতা সৃষ্টির পরামর্শ দেন। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ভারতের লক্ষ্মৌতে অবস্থিত কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রবি কান্ত সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। ২০১৪ সালে যেসব শিক্ষার্থীরা এমডি, এমএস, এমফিল এবং বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে তিনজন চিকিৎসককে শিক্ষাক্ষেত্রে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য স্বর্ণপদক এবং সাতজন চিকিৎসককে সম্মানসূচক ‘ডক্টরেট’ প্রদান করা হয়।এসআরজে

Advertisement