হানিফ পরিবহনের দুটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।রোববার দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দুটি দায়ের করেন।বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসরাম পল্টুর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। রোববার সকালের ঘটনাটি তার নির্দেশে ভাতিজা রিংকুসহ বেশ কয়েকজন মিলে ঘটিয়েছে। এ কারণে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে তার ভাই রেজাবুল হাসান সেন্টু, ভাতিজা মিম আল মাহমুদ ইসতিয়াক ও রিংকুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সেন্টু, মিম ও রিংকুকে মামলা দুটিতে গ্রেফতার দেখানো হয়েছে।এর আগে সকাল সাড়ে ৭টায় কাউন্সিলর পল্টুর ভাতিজা রিংকুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন বিএনপি নেতাকর্মী শিরোইল বাস টার্মিনাল এলাকায় যায়। এসময় তারা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুটি গাড়ির কাঁচ রড দিয়ে ভেঙে তাতে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়।গাড়ির ভেতরে থাকা হেলপারের চিৎকারে স্থানীয়রা ও পুলিশ এগিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় সাগরপাড়া এলাকায় বিএনপি কর্মী রিংকু পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশ তার কাছ থেকে দুটি পেট্রলবোমা, লোহার রড ও চাকু উদ্ধার করেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এমএএস/আরআই
Advertisement