অর্থনীতি

রাজনৈতিক অস্থিরতায় পুঁজিবাজারে কমেছে বিদেশি বিনিয়োগ

রাজনৈতিক অস্থিরতায় পুঁজিবাজারে কমেছে বিদেশি বিনিয়োগ

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। ধারাবাহিকভাবে দরপতনের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের শেয়ার কেনার পরিমাণ। সেইসঙ্গে কমছে নিট বিনিয়োগও। যার কারণে দেশের প্রধান পুঁজিবাজারে ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় নিট বিনিয়োগ কমেছে ৮৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা নিট বিনিয়োগ করেছে। জানুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা। সেই হিসেবে ফেব্রুয়ারিতে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা বা ৮৬ শতাংশ।বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণেই বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেশের বাজারে তাদের যে পরিমাণ বিনিয়োগ ছিল, তা বিক্রি করে টাকা তুলে নিয়েছে। এতে বিদেশি বিনিয়োগ কমে গেছে।গত মাসে মোট লেনদেনও কমেছে বিদেশিদের। জানুয়ারি মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯  হাজার  টাকা। ফেব্রুয়ারি মাসে এ লেনদেন নেমে এসেছে ৪৭০ কোটি ৪২ লাখ টাকায়। এ হিসেবে গত মাসে মোট লেনদেন কমেছে ৬ শতাংশ বা  ৩১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকা।জানা গেছে, ফেব্রুয়ারি মাসে বিদেশিরা মোট ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার  টাকার শেয়ার কিনেছে। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩৬৫ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ বিদেশিরা গত মাসে ১১৪ কোটি ৫০ লাখ টাকার কম শেয়ার কিনেছে।তবে বিদায়ী মাসে বেড়েছে বিদেশিদের শেয়ার বিক্রয়ের পরিমাণ। আলোচিত সময়ে বিদেশিরা মোট ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেছে। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার  টাকা।এসআই/বিএ/পিআর

Advertisement