আন্তর্জাতিক

স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে আবেদন!

চিলিতে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে একজন কিশোরী। ভ্যালেন্টিনা মরেইরা নামক ১৪ বছর বয়সী মেয়েটি এরকমই একটি ভিডিও পোস্ট করেছে। সে সিসটিক ফিব্রোসিস নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত। ভ্যালেন্টিনা বলছে, `আমি জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের সাথে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগটিকে নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি`।সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মানুষ তার এই ভিডিওচিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে এসেছে ভিডিওটি। তিনি আর দেরি না করে হাসপাতালে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে। তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেওয়া হবে না, তবে যতদিন সে বেঁচে আছে ততদিন ধরে তার মানসিক চিকিৎসা চালিয়ে যেতে খরচ দেবে সরকার। সূত্র : বিবিসি বাংলাএইচএন/পিআর

Advertisement