জাতীয়

ঝুঁকি নিয়ে যুবকের প্রাণ বাঁচালেন গেটম্যান

ট্রেন আসছে। দ্রুত রেলক্রসিং পার হচ্ছেন অনেকেই। এরইমধ্যে মাত্র কয়েক হাত দূরত্বে ট্রেন এসে পড়ায় রেলের উপর চিত হয়ে শুয়ে পড়েন এক যুবক। তা দেখে ক্রসিংয়ে থাকা গেটম্যান সঙ্গে সঙ্গে নিজের কাছে থাকা সবুজ পতাকা দিয়ে ইশারা করে ট্রেন থামানোর চেষ্টা করেন।কিন্তু এতো কাছে থেকে ইশারা দিলেই কি সঙ্গে সঙ্গে ট্রেন থামে। ট্রেন থামছে না দেখে নিজেই যুবককে ধরে তুলে নিয়ে যান বাইরে। সেকেন্ডের ব্যবধানে প্রাণে বেঁচে যান ওই যুবক।ঘটনাটি নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলক্রসিংয়ে। গত ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে। রেলগেট ও স্টেশনের প্ল্যাটফর্ম ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরায় এর পুরো ভিডিও ধরা পড়ে। পরে রেল কর্তৃপক্ষ এ ঘটনার ভিডিও সংগ্রহ করে এটি প্রকাশ করে।পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম-পরিচয়। আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি শুয়ে পড়েছিলেন ট্রেনের সামনে। মোহাম্মদ মামুন নামে এই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইল বাজারের অদূরে।অপরদিকে, গেটম্যান বেলাল হোসেন মজুমদার এই পেশায় আছেন প্রায় ৩৫ বছর। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ২০০৬ সাল থেকে চাষাঢ়ায় দায়িত্ব পালন করছেন।এ ঘটনার পর মামুনকে নিয়ে যাওয়া হয় চাষাঢ়া রেলস্টেশনে। তখন তিনি কাঁদছিলেন। সেখানে স্টেশন মাস্টারসহ অন্যদের কাছে জানান, তিনি আত্মহত্যার জন্যই লাইনে শুয়ে ছিলেন। পারিবারিক ঝামেলা থেকেই এ সিদ্ধান্ত নেন।চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার আমিনুল ইসলাম বলেন, গেটম্যান মারাত্মক ঝুঁকিই নিয়েছেন। কিন্তু একটা জীবন বেঁচেছে। তবে আত্মহত্যা করতে যাওয়া মামুন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা হতাশায় ভুগছেন।খোঁজ নিয়ে জানা যায়, মামুন নেশাগ্রস্ত। পরিবারে মা-বাবা, স্ত্রী এবং সাত বছরের এক মেয়ে থাকলেও আয়-রোজগার কিছুই করেন না। সে কারণে পারিবারিকভাবে অনেকটাই নিগৃহীত।বিএ

Advertisement