বিপিএলের চতুর্থ আসরের শুরুর দিকটা দারুণ ছিল বরিশাল বুলসের। টানা জয়ও পেয়েছিল তারা। তবে খানিকটা এগিয়ে ছন্দ পতন ঘটে। এরপর জয় যেন সোনার হরিণে পরিণত হয় তাদের। এবার পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে মুশফিকুর রহীমের দলের। অবশেষে জিতলো বরিশাল। বৃহস্পতিবার রাজশাহী কিংসকে ১৭ রানে হারিয়েছে তারা।মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে মুশফিকুর রহীমের বরিশাল বুলস। জবাবে ২০ ওভারে খেললেও রাজশাহী কিংসের ইনিংস থামে ৭ উইকেটে ১৪৪ রানে।এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানের মাথায় নুরুল হাসান সোহানের উইকেটটি হারিয়ে বসে রাজশাহী। ৬ বলে দুটি চারের সাহায্যে ১২ রান করে সোহান এলডব্লিউর শিকার হন মনির হোসেনের। ছন্দ হারানো সাব্বির রহমান এদিনও দিশা খুঁজে পাননি। ৬ বলে মোকাবেলা করে দুটি চারে সাজানো ৮ রানেই সাজঘরে ফেরেন রিয়াদ এমরিটের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে।বিপর্যয়ে পড়া রাজশাহীকে টানতে থাকেন এমরিটের শিকারে পরিণত হওয়া সামিত প্যাটেল। ৫১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ইংলিশ এই ক্রিকেটার। তার এই লড়াই শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলের লজ্জা এড়াতে পারেননি তিনি। এ ছাড়া মুমিনুল হকের ১৬, জেমস ফ্রাঙ্কলিনের ১৮ ও ড্যারেন স্যামির অপরাজিত ১১ রানও কাজে আসেনি।বরিশালের সেরা বোলার রিয়াদ এমরিট। ৪ ওভারে ২৭ রান দিয়ে পকেটে পুরেছেন ৩ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন এই ক্যারিবিয়। একটি করে উইকেট নিয়েছেন মনির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক ও থিসারা পেরেরা। এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশালকে হতাশ করেছেন জীবন মেন্ডিস। ৮ বল খেলে মাত্র ৭ রান করেই মেহেদী হাসান মিরাজের বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দেন এই লঙ্কান। শুরুর এই ধাক্কা বরিশাল সামলে ওঠে দ্বিতীয় উইকেট জুটিতে। এই উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও ডেভিড মালান।৪৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ রান করেন ফজলে মাহমুদ। তিনি শিকার ফরহাদ রেজার। ৩৩ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন ডেভিড মালান। মুশফিক এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৮ বলে ৮ রান করে মোহাম্মদ সামির কাছে ধরাশায়ী হন বরিশাল অধিনায়ক। ২২ বলে চারটি চারের মারে ২৯ রানে অপরাজিত ছিলেন থিসারা পেরেরা। বরিশালের আরেক অপরাজিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ৯ বল খেলে দুটি ছক্কায় ১৬ করেন তিনি।রাজশাহী কিংসের হয়ে ৪ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন মোহাম্মদ সামি। এছাড়া একটি করে উইকেট লাভ করেছেন মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজাও।
Advertisement
এনইউ/পিআর