জাতীয়

স্বদেশ টাওয়ারে আবারো আগুন

রাজধানীর পুরানা পল্টনে স্বদেশ টাওয়ারে আবারও আগুন লেগেছে। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ১৬ তলা ভবনের ৯ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে গতকাল শনিবার ভোর সোয়া ৫টার দিকে স্বদেশ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা যান। তিনি ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশনের অফিস সহকারী ছিলেন।জেইউ/বিএ/আরএস

Advertisement