পদ্মা সেতু নির্মাণের মূল কাজ চলতি মাসের প্রথম সপ্তাহে টেস্ট পাইলিং এর মধ্য দিয়ে শুরু হচ্ছে। পাইলিং সহ পিলার বসানোর কাজ নির্বিঘ্ন করতে নদীর এপাড় থেকে ওপাড় পর্যন্ত ৩টি ড্রেজার দিয়ে চলছে খননকাজ। নদীর অন্তত ১৯টি স্থানে পিলার বসানোর জন্য মাটি পরীক্ষার কাজ ইত্যেমধ্যে শেষ করা হয়েছে।অন্যদিকে সেতু`র জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের কাজও চলছে পুরোদমে। সবমিলিয়ে পদ্মা সেতু প্রকল্পে ইতোমধ্যেই ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, প্রকল্প পরিচালক। পদ্মার তীরে মাওয়া ঘাট। চলছে ব্যাপক কর্মযজ্ঞ। যন্ত্রের সাথে দিনরাত পরিশ্রম করে চলেছেন, পদ্মা সেতু প্রকল্পের কর্মীরাও। সেতু প্রকল্পের বিপুল কর্মযজ্ঞ সারা হচ্ছে পাঁচ ভাগে। মাওয়া ও জাজিরা সংযোগ সড়ক, আবাসনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, নদীশাসন এবং মূল সেতু। এর মধ্যে নদীর উভয় অংশে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে ৩০ শতাংশ। অন্যান্য অবকাঠামো নির্মাণও এগিয়ে চলছে। স্বল্প পরিসরে নদী শাসন শুরু হচ্ছে এ মাসেরই শেষে দিকে। আর চলতি সপ্তাহে নদীর মধ্যে টেস্ট পাইলিং তথা পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের মাধ্যমে শুরু হচ্ছে বহু আকাঙ্ক্ষিত মূল সেতু নির্মাণের কাজ। মাওয়া ঘাট থেকে নদীর অপর পাশে জাজিরা পর্যন্ত আড়াইশো মিটার চওড়া করে চলছে, নদী খননের কাজ। দুই একদিনের মধ্যে শুরু হবে পাইলিং বসানো। আর এটা কিছুদূর এগিয়ে গেলেই শুরু হবে পিলার বসানোর কাজ।পদ্মায় টেস্ট পাইলিংয়ের জন্য ইতোমধ্যেই সিঙ্গাপুর থেকে আনা হয়েছে, হ্যামার। মজুদ করা হচ্ছে পাইলের পাইপ। উচ্চতায় একেকটি পাইল হবে ১শ বিশ মিটার যা ৪০ তলা বিল্ডিংয়ের সমান। নদীর বুকে হ্যামার দিয়ে এরকম ৬টি পাইপ স্থাপন করে ভেতরের ফাকা অংশে দেয়া হবে কংক্রিটের ঢালাই। তৈরি হবে ভিত্তি। এর উপর থাকবে পিলার। এভাবেই মেইন ব্রিজের নিচে মোট ৪১টি পিলার বসিয়ে তার উপর স্থাপন করা হবে মূল সেতুর দ্বিতল স্ট্রাকচার। এর মধ্যেই নদীর বুকে ১৯টি পয়েন্টে পিলার স্থাপনের জন্য শেষ হয়েছে মাটি পরীক্ষা।পদ্মা বহুমুখী সেতুর প্রকল্পের পরিচালক মো.শফিকুল ইসলাম বলেন, মূল সেতুর কাজ দ্রুত চলছে, মার্চের শুরু থেকেই আমরা পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু করতে পারবো। পাইলিংয়ের জন্য হ্যামার সিঙ্গাপুর থেকে চলে এসেছে, মূল পাইলিংয়ের হ্যামারের শিট আসবে চায়না থেকে, এখানে এনে হ্যামার তৈরি করা হবে।এদিকে, গুরুত্বপূর্ণ এই টেস্ট পাইলিংয়ের প্রস্তুতিতে শেষ সময়ের ব্যস্ততা দেখা যাচ্ছে কাজের দায়িত্ব পাওয়া চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সাইটে। ল্যাবরেটরি টেস্টসহ অন্যান্য কাজ চলছে পুরোদমে। বিশাল আকারের পাইল আনা নেয়ার জন্য তৈরি রাখা হয়েছে ভাসমান বার্জ। অন্যদিকে নদীশাসনের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্যও সকল প্রস্তুতি সেরে আনছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ব্যাপারে প্রকল্পের পরিচালক মো.শফিকুল ইসলাম বলেন, পুরো প্রকল্পের ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ধাপে ধাপে পরিকল্পনামাফিকই এগিয়ে চলেছে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। সূত্র সময় টিভি এএইচ/এমএস
Advertisement