খেলাধুলা

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে

পাকিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮ রান।  এর আগে আজ ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ। তবে ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাব দিতে পারেননি দুই ওপেনার নাসির জামশেদ ও আহমেদ শেহজাদ। স্কোরবোর্ডে ৪ রান জমা করতেই বিদায় নিয়েছেন দুজন।এরপর হারিস সোহেলকে নিয়ে ৫৪ এবং উমর আকমলের সাথে ৬৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেয় মিসবাহ। তবে দলীয় ১২৭ রানে উমর আকমল ও আফ্রিদি আউট হলে আবার বিপদে পড়ে যায় পাকিস্তান। শেষ দিকে মিসবাহ ৭৩ আর ওয়াহাব রিয়াজ ৫৪ রান করলে ২৩৫ রানের লক্ষ্য দাঁড়ায় জিম্বাবুয়ের সামনে। জিম্বাবুয়ের পক্ষে চাতারা ৩ ও উইলিয়াম ২ টি উইকেট নিয়েছেন। এমআর/এমএস

Advertisement