রাজনীতি

কোথাও হরতাল হচ্ছে না : তোফায়েল

দেশের কোথাও হরতাল হচ্ছে না। আমদানি-রফতানি, শ্ল্পি-কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এর উদ্যোগে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিভিন্ন নাশকতার কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় কিছুটা ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তা শিগগিরিই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।বাণিজ্য মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য-সহযোগী দেশ। চীনে পণ্য রফতানিতে সবচেয়ে বেশি শুল্ক সুবিধা পাই আমরা। আগামীতে চীনে রফতানি দুই বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও তিনি জানান।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যারা সহিংসতার ঘোষণা দিয়ে জঙ্গিদের উৎসাহ দিচ্ছে তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপ যদি হতেই হয় তাহলে সংসদের বিরোধীদল ও নির্বাচন কমিশনের সঙ্গে হবে। সেটিও হবে ২০১৯ সালে।মোহাম্মদ নাসিম আরও বলেন, হরতাল-অবরোধ চলছে এর মধ্যেও রাজধানীতে যানযট হচ্ছে। তার মানে হরতাল-অবরোধ জনগণ মানছে না। আর জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন পূর্বে সফল হয়নি ভবিষত্যেও সফল হবে না।এসআই/বিএ/আরআইপি

Advertisement