খেলাধুলা

জুনিয়র টেনিসের ফাইনালে জুয়েল রানা

বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসের এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের জুয়েল রানা।  বৃহস্পতিবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের সেমিফাইনালে জুয়েল রানা ৬-০, ৬-১ গেমে ভারতের লেস্টন ভাসকে পরাজিত করেন। তিনি ফাইনালে লড়বেন লাওসের ফাঠিকন কানিয়াফানের বিপক্ষে। কানিয়াফান সেমিফাইনালে ৬-৪, ৬-১ গেমে বাংলাদেশের সৈকত শাহরিয়ারকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।বালিকা এককের ফাইনালে উঠেছেন কোরিয়ার বোইয়ং জেং  ও হাইরিম জাং । সেমিফাইনালে বোইয়ং জেং ৬-৩, ৬-২ গেমে তার স্বদেশি হা ইং রাইউ কে এবং হাইরিম জাং ৬-২, ৬-০ গেমে ফিলিপাইনের রেনী ম্যারী অচেনাকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। বালক দ্বৈতের সেমিফাইনালে সিঙ্গাপুরের তিমোথি লিম ও বাংলাদেশের সাকিব জুটি ৭-৬, ১-৬, ১০-৮ গেমে বাংলাদেশের জুয়েল রানা ও রাকিব হোসেন জুটিকে এবং বাংলাদেশের ফরহাদ রৌদ্র ও সৈকত শাহরিয়ার জুটি ২-৬, ৬-৩, ৭-৫ গেমে বাংলাদেশর ফরিদুর জেরা ও তামিম বিন জাহিদ জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বালিকা দ্বৈতের সেমিফাইনালে কেরিয়ার বোইয়ং ও রাইউ জুটি ৬-১, ৬-০ গেমে ফিলিপাইনের অচেনা ও কোরিয়ার জাং লিম জুটিকে এবং কোরিয়ার জাং ও সিম জুটি ৬-০, ৬-৩ গেমে তাদের স্বদেশি জাং ও ইয়াং জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে। শুক্রবার সকালে বালক ও বালিকা এককের এবং বিকেলে বালক ও বালিকা দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে। আরআই/এনইউ/পিআর

Advertisement