দেশজুড়ে

কক্সবাজারে স্বাধীনতার কনসার্ট

স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনটাকে একটু ভিন্নভাবেই উদযাপন করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি। কক্সবাজারের রামু সেনানিবাসে `কনসার্ট ফর ফ্রিডম` নামের একটি বিশেষ কনসার্টের আয়োজন করেছে এই  চ্যানেলটি। `কনসার্ট ফর ফ্রিডম` নামের কনসার্টটি  শুরু হবে রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে গান পরিবেশন করবেন হায়দার হোসেন, এস আই টুটুল এবং ব্যান্ড সোলস। কনসার্টে উপস্থাপনা করবেন আমব্রিন। পুরো কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন আলমগীর হোসেন।এমআর/বিএ/আরআইপি

Advertisement