এক যুগ পর (১২ বছর) পুনরায় খুলে দেয়া হয়েছে ইরাকের জাতীয় জাদুঘর। ব্যাপক সংস্কার এবং অনেক লুট হয়ে যাওয়া পুরাতত্ত্ব পুনরুদ্ধারের পর এটি চালু করা হল। মার্কিন-নেতৃত্বাধীন আক্রমণের সময় বন্ধ করে দেয়া হয়েছিল যাদুঘরটি। খবর বিবিসি বাংলা। বাগদাদ জাদুঘরটি পুনরায় চালু করার অনুষ্ঠানে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সভ্যতা ও মানবতার ঐতিহ্যকে ধ্বংস করার অভিযোগ তোলেন। ইরাকে সাদ্দাম হুসেইন সরকারের পতনের সময় লুট করা হয়েছিল জাতীয় জাদুঘরের প্রায় ১৫ হাজার পুরাতত্ত্ব, যার এক-তৃতীয়াংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জাদুঘরটিতে সংরক্ষিত আছে মেসোপটেমিয়াসহ ৭ হাজার বছরের সভ্যতার ইতিহাস।এদিকে, গত সপ্তাহে দেশটির মসুল শহরের প্রাচীন পুরাকীর্তিগুলোর ওপর হামলা চালায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। এ সময় তারা ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলে। এ ঘটনার পর ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইতিমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো। এছাড়া এ ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।এএইচ/এমএস
Advertisement