বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলামান আন্দোলনের ফলে মন্দা চলছে স্বর্ণের বাজারে। টানা অবরোধে বেচা-বিক্রি কমেছে প্রায় ৭০ শতাংশ।দোকানিদের মতে, ৫৩ দিনের অবরোধ ও হরতালের কারণে গত ২ বছরের মধ্যে সর্বনিন্ম পর্যায়ে চলে গেছে ব্যবসা। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টাকে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের মৌসুম হিসেবে ধরা হয়ে থাকে। তাই এ চার মাসে বেচা-বিক্রি সবচেয়ে বেশি হয়। কিন্তু এ বছরের চিত্র সম্পূর্ণ আলাদা।জানুয়ারিতে ভরি প্রতি দেড় হাজার টাকা বাড়লেও গেল দুই বছরের মধ্যে সর্বনিন্ম পর্যায়ে রয়েছে স্বর্ণের দাম। কিন্তু স্বর্ণের নিন্মমুখী দামও ক্রেতা আকর্ষণে বিফল হয়েছে।বাংলাদেশ জুয়েলারি সমিতির পক্ষ থেকে বলা হয়, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তায় অন্যান্য ব্যবসার মতোই দেশের স্বর্ণ ব্যবসাও চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। বেচা-বিক্রি না থাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক দোকান। কিছু বড় দোকান মালিক আছেন, যারা এখনও মোটামুটি বিক্রি করছেন। কিন্তু ছোট ছোট দোকানের অবস্থা খুবই খারাপ।এএইচ/আরআইপি
Advertisement