প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে যৌতুকের জন্য মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় কন্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।রবিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরেফুর রহমান অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ১১ সেপ্টেম্বর ধার্য করেন। অভিযোগ গঠনের সময় কন্ঠশিল্পী আরফিন রুমি নিজেকে নির্দোষ দাবি করেন।২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের এক পুত্র সন্তান আছে।মামলার অভিযোগ বলা হয়, ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন আরফিন রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে যান রুমী। আমেরিকায় যাওয়ার পর বন্ধ করে দেন ছেলে ও প্রথম স্ত্রীর ভরণপোষণ। শুধু তাই নয়, আমেরিকা থেকে ফিরে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নিয়মিত অনন্যাকে নির্যাতন করতেন কণ্ঠশিল্পী আরফিন রুমী।
Advertisement