খেলাধুলা

লিওনেসার জালে রিয়ালের গোল উৎসব

দিয়াজের হ্যাটট্রিকে প্রথম লেগের পর ফিরতি লেগেও কুলতুরাল লিওনেসার জালে গোল উৎসব করলো রিয়াল মাদ্রিদ। প্রথম লাগে ৭-১ গোলে জয়ের পর ফিরতি লেগে রিয়াল জয় পেয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে। আর দুই লেগ মিলে ১৩-২ গোলের বড় জয় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জিনেদিন জিদানের দল। আগামী শনিবার লা-লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে সামনে রেখে রোনালদো-বেল-বেনজামাসহ বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন জিদান। তারপরও তার দল ছিল দুর্দান্ত। ঘরের মাঠে ম্যাচের মিনিট পূর্ণ হতে না-হতেই রিয়ালকে এগিয়ে দেন দিয়াজ। গোলটি এসেছে ম্যাচের ৩০ সেকেন্ডে! এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম একাদশে সুযোগ পাওয়া হামেস রদ্রিগেজ।  ম্যাচের ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে অতিথিদের হয়ে ব্যবধান কমান গঞ্জালেজ লুইস।  বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন ইসকোর বদলি নামা জিদানের বড় ছেলে এনজো। ম্যাচের ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন লিওনেসার সিজার অরটেগো। তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।এমআর/আরআইপি

Advertisement