আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিপক্ষে এবার মোসাদ প্রধান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিষয়ে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সতর্ক করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবার তাকে ভোট না দিতে জণগনের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সবেক গোয়েন্দা প্রধান। খবর গার্ডিয়ান।জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মেইর দাগান আগামী জাতীয় নির্বাচনে  প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে নেতানিয়াহুর অবস্থানের কারণে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। ইসরায়েলের সবচেয়ে বেশি বিক্রিত পত্রিকা ইয়েদিওথ আহরোনথকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।নেতানিয়াহুর ইরান নীতির অন্যতম সমালোচক দাগান চার বছর আগে মোসাদ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। আগামী সপ্তাহের শেষ নাগাদ রাজধানী তেলআবিবে এক সমাবেশে তার প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ১৭ মার্চ ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।এএইচ/এমএস

Advertisement