খেলাধুলা

দাবা লিগের শীর্ষে একসেস চেস ক্লাব

মার্সেল প্রথম বিভাগ দাবা লিগের অষ্টম রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে একসেস চেস ক্লাব। হাসান মেমোরিয়াল চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং শেখ রাসেল চেস ক্লাব ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। একসেস চেস ক্লাব বৃহস্পতিবার শেষ রাউন্ডে মহাখালি প্রদীপ সংঘকে হারালেই চ্যাম্পিয়ন হবে। বুধবার দাবা কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডে একসেস চেস ক্লাব ২-২ পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবের সাথে ড্র করে। একসেস চেস ক্লাবের সাইফুল ইসলাম চৌধুরী, অনুসতোপ বিশ্বাস, দেওয়ান শহিদুল আমিন ও আসাদুল হক যথাক্রমে শেখ রাসেল চেসের মো. মাসুম হোসেন, শওকত হোসেন পল্লব, মো. জামাল উদ্দীন ও নাইম হকের সাথে ড্র করেন।  হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করেছে। হাসান মেমোরিয়ালের আফজাল হোসেন সাচ্চু, মো. শওকত বিন ওসমান শাওন, মো. শরীয়তউল্লাহ এবং শাহজাহান কবীর যথাক্রমে ক্যাসপারভের মোহাম্মদ হাসান, আব্দুল্লাহ আল রাইসন, আয়ুস ভট্টাচার্য, দিল মোহাম্মদকে পরাজিত করেন। মহাখালী প্রদীপ সংঘ ২.৫-১.৫ পয়েন্টে অগ্রনী বাংক দাবা দলকে পরাজিত করে। মহাখালীর মোহাম্মদ জুয়েল অগ্রনী ব্যাংকের ওবায়দুল ইসলাম শাহীনকে পরাজিত করেন। মহাখালী প্রদীপ সংঘের আনিসুজ্জামান মল্লিক, মোল্লা মহিউদ্দিন ও সাজ্জাদ হোসেন চৌধুরী যথাক্রমে অগ্রনী ব্যাংকের মো. মনির হোসেন খান, মো. আলমগীর হোসেন এবং মোহাম্মদ সিরাজুল কবীরের সাথে ড্র করেন।বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে। বসির মেমোরিয়ালের সোহম দে ও আবুল কাশেম যথাক্রমে দেবদাস বিশ্বাসের এ বি বাপ্পী ও হানিফ মোল্লাকে পরাজিত করেন। বসির মেমোরিয়ালের মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ আলমগীর যথাক্রমে দেবদাস বিশ্বাসের খন্দকার নজরে মাওলা ও মো. সালামত উল্লাহর সাথে ড্র করেন। আরআই/আইএইচএস/আরআইপি

Advertisement