হরতাল-অবরোধের মধ্যেও শিক্ষা কার্যক্রম চলবে বলে ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ১ মার্চ রোববার থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বহিরাগতদের মদদে কিছু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধার সৃষ্টি করলে তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের পাশাপাশি অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভর্তির অযোগ্য ঘোষণা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় সমিতি। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ-হরতালে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমও বিপর্যয়ের মুখে পড়ে। বর্তমানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৭।এসআরজে
Advertisement