জাতীয়

রাজধানীতে বাসচাপায় ভ্যানচালক নিহত

রাজধানীর সবুজবাগে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যান চালকের আনুমানিক বয়স ২৫ বছর। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন ভ্যানের চালক। পরে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধ্যা সাতটার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিএ/পিআর

Advertisement