ক্যাম্পাস

সুবিধা পেলে প্রতিবন্ধিরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে

সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালরি টেইলর বলেছেন, আধুনিক প্রযুক্তি ও একটু সুবিধা পেলেই প্রতিবন্ধীরাও দেশের বোঝা না হয়ে উন্নয়নে ভূমিকা রাখতে পারে।শনিবার সকাল সাড়ে ১০টায় সিআরপির সেমিনার কক্ষে সিআরপি ও জাপানের গোকুন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত Understanding Practice on Japan and Bangladesh শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, সরকার ছাড়াও বিভিন্ন বিদেশি দাতা গোষ্ঠী প্রতিবন্ধীদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশে দরিদ্র প্রতিবন্ধিদের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছানোর রাস্তাটি সহজ নয় বলে তিনি আক্ষেপ করেন।সেমিনারে জাপানি প্রফেসর ড. আকিও নাকাগাওয়া অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাপান ও আমেরিকায় প্রতিবন্ধিরা কিভাবে স্বাভাবিক জীবনযাপন ও খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে এ বিষয়ে বক্তব্যের পাশাপাশি ভিডিও দেখান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর কেএম মহিউদ্দিন বাংলাদেশে প্রতিবন্ধিদের সামাজিক নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানি প্রফেসর ড. হিদেশা অকু, ড. সানু, ড. উমুরা প্রমুখ।এসময় কবে গোকুন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হরতাল- অবরোধে দগ্ধ ব্যক্তিদের সহযোগিতায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্পিল্ন্টিং ম্যাটেরিয়াল্স ও ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে। ঢাকা মেডিকেলের পক্ষে ভ্যালরি টেইলর এ অনুদান গ্রহণ করেন।এমএএস/আরআই

Advertisement