জাতীয়

যাত্রাবাড়ীতে ৩ গাড়িতে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ২টি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজেন সরকার।তিনি জাগো নিউজকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার রাস্তায় দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস ও ২টি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।এখবরে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এঘটনায় হতাহতের সঠিক খবর জানাতে পারেন তিনি।উল্লেখ্য, রোববার ভোর থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।জেইউ/আরএস/আরআই

Advertisement