খেলাধুলা

‘গর্ব লাগে আমি বাংলাদেশি পেসার’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছেন বাংলাদেশি পেসাররা। গতকালের আগ পর্যন্ত সেরা তালিকায় ছিলেন বাংলাদেশি পেসাররাই। শুরুতে ভালো না করলেও দারুণভাবে ছন্দে ফিরে এসেছেন তাসকিন আহমেদও। আর বাংলাদেশি পেসারদের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এ পেসার। আর তাই নিজে গর্ববোধ করেন একজন বাংলাদেশি পেসার হিসেবে।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের স্থানীয় খেলোয়াড়রা অনেক ভালো করেছে। শুরুতে বিপিএলে উইকেটের জন্য বিদেশি পেসারদের উপর নির্ভরশীল থাকতো। তবে আল্লাহর রহমতে স্থানীয় যারা আছে শফিউল ভাই, শহীদ ভাই সেই সঙ্গে আমিও পাচ্ছি। আমাদের পেসাররা ভালো করছে, এটা দেখতেও ভালো লাগে। আর নিজের কাছেও গর্ব লাগে আমি বাংলাদেশি পেসার।’তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাসকিনের। এ জন্য দুই ম্যাচে প্রথম একাদশ থেকে বাদও পড়েন তিনি। তবে আবার দলে ফিরে এসেই দুর্দান্ত বল করে চলেছেন তাসকিন। রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নেবার কৃতিত্বও গড়েছেন। অনুশীলনে ঘাম ঝরানোর ফসল হিসেবেই এ সাফল্য পাচ্ছেন বলে মনে করেন এ পেসার।‘আসলে অনুশীলনের একটু বেশি সময় দিয়েছি। বোলিং বেশি করেছি। এবং দলের সিনিয়র খেলোয়াড়রাও সমর্থন দিয়েছে। বিপিএলের শুরুর দিকের ম্যাচগুলো ভালো হয়নি তবে আল্লাহর রহমতে পরের সবগুলো ম্যাচ ভালো হয়েছে। আর এক্সিকিউট করতে পারছি, যা চাচ্ছি করতে পারছি এ জন্যই সফল হয়েছি। চেষ্টা করবো এ ধারাবাহিকতা ধরে রাখতে।’বিপিএলে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়ে শহীদের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। দারুণ সাফল্য পাওয়ায় বাড়তি চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাড়তি চাপ বলে কথা নেই, এটা দায়িত্ব। বোলারদের নামানো হয় বল করার জন্য। যদি আমি এক্সিকিউট ভালো না করতে পারি, যদি চার ওভার ভালো না করতে পারি এটা আমার ব্যর্থতা। ভালো করা আমার দায়িত্ব। আমাকে এ জন্যই নেওয়া হয়েছে। তবে অনুশীলনের অতিরিক্ত বলগুলো আমার কাজে দিয়েছে।’আগের আসরগুলোতে বরাবরই আলোচনায় থাকতেন বিদেশি খেলোয়াড়রা। এবার শুধু বোলিংয়েই নয় ব্যাটিংয়েও শুরু থেকে দারুণ খেলছেন স্থানীয় ব্যাটসম্যানরা।আরটি/এমআর/পিআর

Advertisement