জাতীয়

২০১৬ সালের জুনের মধ্যে ৯ কোটি স্মার্টকার্ড বিতরণ করবে ইসি

২০১৬ সালের জুনের মধ্যেই ৯ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত বিজয় দিবসে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে এতটুকু বলতে পারি, কার্ড তুলে না দিতে পারলেও সেদিন প্রতীকী কার্ড দেয়ার মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করবো।তিনি আরো জানান, এর আগে স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানিটি ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে। ৭৯৬ কোটি ২৬ লাখ টাকা মূল্যের এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুন পর্যন্ত। জুনের মধ্যেই ৯ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চায় ইসি।ইসি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্মার্ট কার্ড সবার হাতে পৌঁছে দেয়ার আগে জাতীয় পরিচয়পত্রের সকল ভুল-ভ্রান্তি সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। স্মার্ট কার্ড দেয়ার পর ভোটারদের যাতে অর্থ খরচ ও অযথা হয়রানির স্বীকার না হতে হয় সেই জন্য বিশেষ এ সুযোগ দেয়া হয়েছে। কারণ স্মার্ট কার্ড দেয়া হলে নির্দিষ্ট পরিমান অর্থের মাধ্যমে ভোটাররা সংশোধন ও স্থানান্তরের সুযোগ পাবে। সে ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। ভোটারদের এসব হয়রানি যাতে না হয় সে কারণে ভুল-ভ্রান্তি থাকলে আগে-ভাগেই তা বিনামুল্যে সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে।জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, পরিবর্তন ও নতুন ভোটার নিবন্ধন করতে এখন থেকে ঘরে বসে সহজেই অনলাইনে আবেদন করা যাবে।তিনি বলেন, উপজেলা সার্ভার স্টেশনগুলো চালুর প্রক্রিয়া চলছে। যন্ত্রপাতি লাগানোর কাজ শেষ হলে ভোটাররা নিজের এলাকায় এ সুবিধা পাবেন। তার আগে অবশ্যই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।মো. সিরাজুল ইসলাম জানান, যারা নতুন ভোটার হতে আগ্রহী তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন। এছাড়া যারা ভোটার আছেন তারা রেজিস্ট্রেশনের মধ্যমে এ্যাকাউন্ট তৈরি করে নিজস্ব তথ্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি তথ্য সংশোধন, পরিবর্তন ও ছবির স্বাক্ষর পরিবর্তন করতে আবেদন করতে পারবেন। হারিয়ে যাওয়া ও নষ্ট হওয়া পরিচয়পত্রও পুনরায় পেতে আবেদন করা যাবে। কখন, কোথায় থেকে তা সংগ্রহ করবেন তাও সয়ংক্রিয়ভাবে জানিয়ে দেয়া হবে।-বাসসআরএস/আরআই

Advertisement