দেশজুড়ে

বিএনপির আন্দোলনে গণ বিস্ফোরণ ও অভ্যুত্থান কোনটিই নেই

অকার্যকর হাতিয়ারের অতি প্রয়োগ বিএনপিকে রাজনীতিতে অকার্যকর দলে পরিণত করবে। বিএনপি ও জামায়েতের ডাকা অবরোধ ও হরতালের গত ৫৪ দিনেই প্রমাণ করে যে এই হরতাল ও অবরোধ আন্দোলনের অকার্যকর হতিয়ার।শনিবার দুপুরে সাভারের বিরুলিয়া এলাকায় নির্মাণাধীন বিরুলিয়া ব্রিজের শেষ মুহুর্তের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।এছাড়া মন্ত্রী আরো বলেন, সরকার পতন হবে নির্বাচনের মাধ্যমে এবং সরকার যদি জনগণের ইচ্ছের বিরুদ্ধে চলে তখন সারাদেশে গণ বিস্ফোরণ ও গণ অভ্যুত্থান হয়। কিন্তু, বিএনপির আন্দোলনে গণ বিস্ফোরণ ও গণ অভ্যুত্থান কোনটিই নেই।সেতু পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, প্রিয়াংঙ্কা গ্রুপের চেয়ারম্যান সজল আহামেদসহ সড়ক বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এমএএস/আরআই

Advertisement