দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় হরতাল-অবরোধের ৫৩ দিনে পর্যটন খাতে ক্ষতি দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ট্যুরিজম সেক্টর: চ্যালেঞ্জ অ্যাহেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান টোয়াবের সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন আহমাদ।আকবর উদ্দিন বলেন, তিন বছর ধরেই রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। সাধারণত শীতকালে পর্যটনের প্রধান মৌসুম। কিন্তু টানা অবরোধের কারণে পর্যটন খাতে ব্যবসা কমেছে প্রায় ৯৫ শতাংশ। এই সময়ে এ খাতে দুই হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।টোয়াবের ৩০০ সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই আজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আর যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদেরকে ঋণ পরিশোধেও তাড়া দেয়া হচ্ছে। রাজনৈতিক সমস্যার মাশুল আমরা কেন এভাবে দিয়ে যাবো?এ সময় তিনি সরকারের কাছে থেকে আর্থিক সহযোগিতা দাবি করে বলেন, পর্যটন খাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক অনুদান, বিনাসুদে ঋণের ব্যবস্থা, ২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য আয়কর মওকুফ এবং ব্যাংক বা অন্যকোনো আর্থিক সংস্থার কাছ থেকে যারা ঋণগ্রহণ করেছেন তাদের ওই সময়ের সুদ মওকুফ করুন।’পর্যটন শিল্প বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদেক্ষপ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান প্রফেসর ড. আকবর উদ্দিন আহমাদ।গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন টোয়াব সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আরএইচএম ইমরান চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাকিম আলী প্রমুখ।এসআই/বিএ/আরআই
Advertisement