আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ৫১ বেসামরিক নিহত

সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত আলেপ্পো শহরে বিমান হামলার ঘটনায় ৫১ বেসামরিক নিহত হয়েছে। মঙ্গলবার আলেপ্পোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। ইবরাহিম আবু লাইথ নামে এক বিরোধীপন্থি প্রতিরক্ষা কর্মকর্তা আনাদোলু নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবু লাইথ জানিয়েছেন, আল মিয়াসার এলাকার বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে প্রতিবেশী বাব আল নাইরাবে পালিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ করেই বিমান হামলা চালানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, রুশ এবং সিরীয় বাহিনীর হামলায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনায় নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ৬৯৪ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক শ’ মানুষ। এদিকে, গত এক সপ্তাহে আলেপ্পো শহর ছেড়েছে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক। রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিদ্রোহী-অধ্যুষিত পূর্বাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।টিটিএন/এনএইচ/পিআর

Advertisement