খেলাধুলা

পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার উপরে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ১ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। আর এই হারের ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের পড়ে অবস্থান করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।নিউজিল্যান্ড ১৬১ বল হাতে রেখে ম্যাচ জেতায় রানরেটে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে তাদের রানরেট ছিল +২.২২০। অবস্থান করছিল বাংলাদেশের উপরে। আজ (শনিবার) হারার পর অসিদের রান রেট কমে দাঁড়িয়েছে -০.৩০৫। এখন বাংলাদেশ অসিদের উপরে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের পয়েন্টই ৩ করে। বাংলাদেশের রান রেট +০.১৩০। ‘এ’ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে শ্রীলংকার অবস্থান দ্বিতীয়। বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।চতুর্থ অস্ট্রেলিয়ার পর অবস্থান আফগানিস্তানের। তাদের সংগ্রহ ২ পয়েন্ট। ইংল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট হলেও তারা আফগানদের চেয়ে রান রেটে পিছিয়ে ষষ্ঠ স্থানে। কোনো ম্যাচ না জেতা স্কটল্যান্ডের অবস্থান সবার নিচে সপ্তম স্থানে।এমআর/আরআইপি

Advertisement